মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় আয়মন নদী পুনরায় খননের দাবী এলাকাবাসীর। পৌর শহরে প্রায় লক্ষাদিক লোকের বসবাস।স্থানীয় হাট বাজার ও বাসাবাড়ির পানি নিষ্কাশনের একমাত্র নদী আয়মন।নদীতে ময়লা আবর্জনার স্তুপের কারনে হেটেই পারাপার হচ্ছে গরুছাগল সহ মানুষজন একটু বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয় পৌরবাসীর।স্থানীয় বাসিন্দা মোঃ হেলাল উদ্দিন বলেন আমরা যখন ছোট তখন দেখতাম বড় বড় জাহাজ যেত এই নদী দিয়ে আর এখন কচুরিপানা ছাড়া আর কিছুই নেই। আমরা এর পুনরায় খননের দাবী জানাচ্ছি।স্থানীয় আজিজুল হক বলে বৃষ্টি আসলেই পানিতে ডুবে যায় বাড়িঘর দয়াকরে নদীটা খননের উদ্যোগ নেন সংশ্লিষ্টরা।স্থানীয় উপজেলা ভাইস চেয়ারম্যান আরব আলী জানান মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এম পি মহোদয় ব্যক্তিগত তহবিলের অর্থ দিয়ে গত বছর কিছুটা নদী খনন করেছেন এ বছরও উদ্যোগ রয়েছে তবে পানি উন্নয়ন বোর্ড থেকে সম্পূর্ণ নদী খননের উদ্যোগ নেওয়া প্রয়োজন।মেয়র মোঃ বিল্লাল হোসেন সরকার বলেন,গতবছর কিছুটা নদী খনন করা হয়েছে এ বছরও খনন করার পরিকল্পনা রয়ে