
টাংগাইলের মির্জাপুর থানা পুলিশ কর্তৃক ০৮টি সাজা প্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা, ০১টি জিআর গ্রেফতারী পরোয়ানা ও ০১টি সিআর গ্রেফতারী পরোয়ানাসহ সর্বমোট ১০টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী-রুবেল সিকদার(৩৫) গ্রেফতার করা হয়েছে।
মাননীয় পুলিশ সুপার, টাঙ্গাইল জনাব সরকার মোহাম্মদ কায়সার মহোদয়ের অনুমতিক্রমে জনাব এস এম মনসুর মূসা, সহকারী পুলিশ সুপার, মির্জাপুর সার্কেল, মির্জাপুর, টাঙ্গাইল সাহেবের তত্ত্ববধানে ও তথ্য প্রযুক্তির সহায়তায় জনাব শেখ আবুসালেহ মাসুদ করিম, অফিসার ইনচার্জ, মির্জাপুর থানা, টাঙ্গাইল সাহেবের দিক নির্দেশনায় অদ্য ইং ২২/০৩/২০২৩ তারিখ জনাব মোঃ গিয়াস উদ্দিন পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত), মির্জাপুর থানা, টাঙ্গাইল সাহেবের এর নের্তৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/শ্রী রামকৃষ্ণ দাস, এএসআই(নিঃ)/মোঃ হামিদুল ইসলাম, কং/৮৪৭ মোঃ দেলোয়ার হোসেনসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা এলাকা হইতে সংশ্লিষ্ট থানা পুলিশের সহযোগীতায় অভিযান পরিচালনা করিয়া অত্র মির্জাপুর থানায় মূলতবী সিআর ০৮ টি সাজা প্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা, ০১টি জিআর গ্রেফতারী পরোয়ানা ও ০১টি সিআর গ্রেফতারী পরোয়ানাসহ সর্বমোট ১০টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত দীর্ঘদিনের পলাতক আসামী-রুবেল সিকদার(৩৫), প্রোঃ মেসার্স আর পি এন্টারপ্রাইজ, পিতা-লতিফ সিকদার, সাং-পুষ্টকামুরী, থানা-মির্জাপুর, জেলা-টাঙ্গাইলকে গ্রেফতার করেন। উক্ত আসামীর ০৮ টি সাজা পরোয়ানায় তাহার সর্বমোট ৬৬ মাসের সাজা হইয়াছে। অপর ০২ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আসামী-রুবেল সিকদার বড় ধরনের প্রতারক। দীর্ঘদিন যাবৎ চেক জালিয়াতির মাধ্যমে জনগন ও ব্যবসায়ীদের সহিত প্রতারনা করিয়া আসিতেছিলেন।
মোঃ আবুসালেহ (সজীব) মির্জাপুর টাংগাইল প্রতিনিধি
আরও নিউজ পড়ুন ...