শাহজাহান খন্দকার উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ২৬৭ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক কারবারি মোঃ শামীম রহমান(২৪)কে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ।মাদক কারবারি শামীম ফুলবাড়ী উপজেলার মধ্যকুটি চন্দ্রখানা গ্রামের মোঃ সেকেন্দার বাদশার পুত্র।
পুলিশ জানায়, বুধবার(২২ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর পৌরসভার গুনাইগাছ মোড়ে গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ২৬৭ বোতল ফেন্সিডিলসহ মোঃ শামীম রহমানকে গ্রেফতার করা হয়।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃরুহুল আমীন জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিলো শামীম। বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।