আর্থিক অনটনে বন্ধ হয়ে যাচ্ছে লক্ষীয়ারা ফয়জুল উলুম ইসলামিয়া মাদরাসার কাজ।লক্ষীয়ারা মোঃ চন্দুমিয়া জামে মসজিদ ও লক্ষীয়ারা ফয়জুল উলুম ইসলামিয়া মাদরাসা স্থাপিত হয় দুই হাজার বারো সালে, মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ আমির হোসেন মিঞা কোম্পানি। আমির হোসেন মিঞা কোম্পানি দুই হাজার বারো সালে নিজস্ব জায়গায় প্রতিষ্ঠা করেন চন্দু মিঞা জামে মসজিদ ও লক্ষীয়ারা ফয়জুল উলুম ইসলামিয়া মাদরাসা। নিজস্ব সম্পওি বিক্রি করে প্রায় দুই কোটি টাকা খরচ করে মসজিদ এবং মাদরাসা স্থাপন করেন। কিন্তু বর্তমানে আর্থিক সংকটে প্রায় বন্ধ হয়ে যাচ্ছে মাদরাসার কাজ। মসজিদ, মাদ্রাসা এবং সকালে মুক্তবের কার্যক্রম চলমান কিন্তু আর্থিক সংকটে সবকিছু বন্ধ হওয়ার পথে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আমির হোসেন মিঞা কোম্পানি এলাকার গন্যমান্য ব্যাক্তি এবং সমাজসেবক দানশীল ব্যাক্তিদের কাছে সহযোগিতা কামনা করেন।লক্ষীয়ারা ফয়জুল উলুম ইসলামিয়া মাদরাসায় বর্তমানে ছাএ সংখ্যা দুইশ জনের মত এদেরকে প্রায় বিনা পয়সায় পড়ানো হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আমির হোসেন মিঞা কোম্পানি সকলের কাছে সহযোগিতা কামনা করেন ওনার সাথে যোগাযোগ এর নাম্বার 01829944557