
পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ শীর্ষক বই পাঠ প্রতিযোগিতায় অংশ নেওয়া সেরা শিক্ষার্থীদের পুরস্কার ও সনদপত্র প্রদান করেছে মহামায়া গণপাঠাগার।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পৃষ্ঠপোষকতায় চাঁদগাজী হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে মঙ্গলবার (২১ মার্চ) পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিনুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ।
বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান কামরুল হাসান, চাঁদগাজী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাহেরা বেগম, বাংলা প্রভাষক মোরশেদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, সিনিয়র শিক্ষক নুরুল আলম চৌধুরী, ইউপি সদস্য মুন্সী জাহেদ ফয়েজ উল্লাহ্, গভর্নিং বডির সদস্য আবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মহামায়া গণপাঠাগারের সভাপতি ইউনুছ খান।
মশি উদ দৌলা রুবেল ছাগলনাইয়া (ফেনী)
আরও নিউজ পড়ুন ...