
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্কুল স্বাস্থ্য শিক্ষা এবং হেলথ হাইজিন বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ কর্মসূচি পালন করা হয়।
শ্রীপুর পাইলট বালিকা উচ্চ গাজীপুরের মীপুরে স্কুল স্বাস্থ্য শিক্ষা এবং হেলথ হাইজিন বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষন দাস, আলোচনা করেন স্ত্রী রোগ ও গাইনী বিশেষজ্ঞ ডা. আয়েশা সিদ্দিকা। উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক লিয়াকত আলী ও আমানুল্লাহ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বয়োসন্ধিকালীন স্বাস্থ্য সমস্যা, বিভিন্ন সংক্রামক ব্যাধি, মহিলাদের বিভিন্ন জটির রোগের চিকিৎসা প্রাথমিকভাবে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
আয়েশা সিদ্দিকা ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের সমাধান দেন এবং রোগ সম্পর্কে পরামর্শ প্রদান করেন। ডা. প্রনয় ভূষন বলেন, বঙ্গবন্ধুকে জানা মানেই বাংলাদেশ কে জানা। তাই সকল শিক্ষার্থীকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। নিজের সৃষ্টির ইতিহাস জানতে হবে। নতুন প্রজন্মের বাচ্চাদের স্বাস্থ্য জ্ঞান বৃদ্ধি ও বঙ্গবন্ধু সম্পর্কে জানাতেই তার এ ক্ষুদ্র প্রয়াস। পরে বঙ্গবন্ধুকে নিয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আরও নিউজ পড়ুন ...