
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন,’১৯৭১সালের ২০মে পাকবাহিনীর হাতে চুকনগরে ঘটে যাওয়া হত্যাকান্ড শুধু নারকীয় হত্যাকান্ড নয়,এটি একটি পৈচাশিক হত্যাকান্ড। বিশ্বের ইতিহাসে একই দিনে এত অল্প সময়ে, এত বড় হত্যাকান্ড আর কোথাও ঘটেনি।
এ হত্যাকান্ড হিরোসিমা নাগাসাকির বর্বরোচিত হত্যাকান্ডকেও হার মানিয়েছে। তিনি আজ মঙ্গলবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বধ্যভূমি পরিদর্শন কালে এসব কথা বলেন।
গণহত্যা ‘৭১স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামের সভাপতিত্বে,
অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সঞ্চালনায়।
বিশেষ অতিথির বক্তব্য দেন সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার মোঃ মশিউর রহমান, ডেপুটি রেজিষ্ট্রার এসএম মোরশেদ, খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর আলিফ রেজা, সিনিয়র সহকারী জজ নয়ন বড়াল, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হাদিউজ্জমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, বীরমুক্তিযোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দীন, বীরমুক্তিযোদ্ধা গাজী নাজিম উদ্দীন, চুকনগর ডিগ্রী কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউন, অধ্যাপক জিএম ফারুক হোসেন, আ’লীগ নেতা স,ম মুস্তাফিজুর রহমান দুলু, সরদার শরিফুল ইসলাম, প্রভাষক গোবিন্দ ঘোষ প্রমুখ। দোয়া পরিচালনা করেন নুরানিয়া ফাজেল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধক্ষ্য মাওঃ রহমত উল্লাহ। আলোচনা সভার পূর্বে প্রধান বিচারপতি শহীদদের স্মরণে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন করেন।
দেবব্রত মন্ডল
ডুমুরিয়া প্রতিনিধি, খুলনা
আরও নিউজ পড়ুন ...