আলী আজগর( পনির) : নেত্রকোনার মদনে এক নারী (২২)কে অপহরণের পর ঢাকা শহরের এক হোটেলে নিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ওই নারী জানায় ,গত ( ১২মার্চ) রোজ রবিবার গ্রামের পাশে রাস্তা থেকে ওই নারীকে উঠিয়ে নিয়ে যায়, সবল ও তামজিদ নামের দুই যুবক।
পরে,ওই নারী কে ঘুমের ঔষুধ দিয়ে অজ্ঞান করে ঢাকা শহরের এক হোটেলে নিয়ে ৬দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে দুই যুবক।
ভুক্তভোগী ওই নারীর মা, বলেন, আমি দুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবো।
অভিযুক্ত সবল (২৪) উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর পূর্ব পাড়া গ্রামের দেওয়ান আলীর ছেলে। তমজিদ হোসেন (৩০)তাড়াইল উপজেলা ধলা গ্রামের সাইদুর রহমানের ছেলে।
সবল পেশায় মাইক্রোবাসের (ড্রাইভার) ও তমজিদ হোসেন তার গাড়ির মালিক।
এ বিষয়ে (অভিযুক্ত) সবল জানায়, ওই নারীর সাথে তার (৬ মাস) ধরে পরকীয়া সম্পর্কে রয়েছে। বিবাহ করার জন্য তাকে ঢাকা শহরে নিয়ে গিয়েছিল।
অভিযুক্ত, তমজিদ হোসেন জানায়, ওই নারীর মা, মোবাইল ফোনে জানায় তার (ড্রাইভার) তার মেয়েকে নিয়ে পালিয়েছে। পরবর্তীতে ড্রাইভারের সাথে যোগাযোগ করে মেয়েকে তার মায়ের কাছে এনে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি।
এ বিষয়ে মদন থানা (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি এ প্রতিনিধিকে বলেন, এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।
অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।