সাঘাটায় অটোভ্যান চালক রুবেল মিয়া (২২) নামে এক যুবককে খুন করে তার অটোভ্যান নিয়ে গেছে দূর্বত্তরা।
থানা সূত্রে জানা গেছে, ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামের আজগর আলীর ছেলে রুবেল মিয়া গত শনিবার বিকাল অনুমান ৪ টায় বাড়ী থেকে যাত্রী আনা নেয়ার জন্য অটোভ্যান নিয়ে বের হয় । সে প্রতিদিনের মতো রাত ১০টার মধ্যে বাড়ি ফিরলেও সেদিন বাড়ি ফিরেনি। পরে পরিবারের লোকজন তাকে ফোন দিয়ে ফোন বন্ধ পায়।
এলাকাবাসী সুত্রে জানা যায়, রবিবার দুপুরে উপজেলার কামালের পাড়া ইউনিয়নের পূর্ব ছিলমানের পাড়া গ্রামের কয়েকজন ছোট ছেলে পাখি মারার জন্য ভুট্টার ক্ষেতে যায়। এমন সময় তারা ভুট্টার ক্ষেতে একজনের মৃতদেহ পরে থাকতে দেখে আশেপাশের লোকজন ডেকে মৃতদেহটি দেখায়।
নিহতের পরিবার ও স্থানীয়দের ধারণা, দূর্বত্তরা তার অটোভ্যানটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। তাতে তারা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে ভুট্টার ক্ষেতে রেখে অটোভ্যান নিয়ে সটকে পড়ে ।
পরে এলাকাবাসী সাঘাটা থানায় সংবাদ দিলে পুলিশ রুবেলের মৃত্যু দেহ উদ্ধার করে গাইবান্ধা মর্গে প্রেরণের জন্য থানায় নিয়ে আসে ।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাজু মিয়া মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামীকাল সোমবার লাশের ময়না তদন্ত করে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সাহিম রেজা, স্টাফ রিপোর্টার,গাইবান্ধা