মোজাম্মেল হক লিটন, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে ব্র্যাকের আয়োজনে বিদেশগামী এবং বিদেশ ফেরতদের সহযোগিতা বিষয়ক কর্মশালা গতকাল সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া’র সভাপতিত্বে উপজেলা সভা কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত কর্মশালা পরিচালনা করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের জেলা কো-অর্ডিনেটর মোঃ ইমাম উদ্দিন।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন- ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ নুরুজ্জামান, এছাড়াও বক্তব্য রাখেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল রায়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আলী হোসেন, চাটখিল প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
কর্মশালায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, বিদেশ যাওয়ার আগে অবশ্যই বিদেশে নিয়োগকারী প্রতিষ্ঠান বা ব্যক্তির বিষয়ে সঠিক ধারনা নিতে হবে। ফ্রি ভিসা নামক কোন ভিসা নাই। কেউ যেন দালাল বা প্রতারকদের লোভনীয় কথায় ফ্রি ভিসা নামক ভুয়া ভিসায় বিদেশ না যায় সেদিকে প্রত্যেক অভিবাসী প্রত্যাশীদের খেয়াল রাখতে হবে।
কর্মশালায় অভিবাসনের সাথে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, বিদেশ ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এছাড়া ব্র্যাকের পক্ষ থেকে বিদেশ ফেরতদের কে সহযোগিতা ও বিদেশগামীদেরকে দক্ষ শ্রমিক হিসেবে প্রশিক্ষণের ব্যবস্থার কথা জানানো হয়।