
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় সোলার সেচ পাম্পের পাইপের ভেতর থেকে ডালিয়া খাতুন (৪৫) নামের এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পোলবাগুন্দা গ্রামের মাঝের পাড়ার মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত ডালিয়া খাতুন ওই গ্রামের ফোন্টু মণ্ডলের স্ত্রী। পরে স্বামী ফোন্টুকে আটক করা হয়। অভিযুক্ত ফোন্টু এই হত্যাকাণ্ডের কথা স্বীকারও করেছে।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম, পারিবারিক কলহের জেরে স্ত্রী ডালিয়া খাতুনকে তার স্বামী ফোন্টু হত্যা করে। ডালিয়া খাতুনকে না পেয়ে সকাল থেকেই খোঁজাখুজি করতে থাকে স্বজনরা। সকালে স্বামী ফোন্টুকে কোদাল হাতে মাঠ থেকে আসতে দেখে সন্দেহ হয় তাদের। পরিবারের লোকজন ও স্থানীয়রা মাঠে খোঁজাখুঁজি শুরু করে। নিহতের চুল ও রক্ত পড়ে থাকতে দেখা যায় মাঝের পাড়া মাঠের ভুট্টা ক্ষেতের মধ্যে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় বেশ কয়েক ঘণ্টা চেষ্টার পর প্রায় ২০ ফুট পাম্পের পাইপ খুঁড়ে ভেতর থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা
আরও নিউজ পড়ুন ...