গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৭নং ফজলুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফজলুপুর ইউনিয়ন আওয়ামী লীগের ২বারের সাবেক সাধারণ সম্পাদক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনছার আলী মন্ডল।
বৃহস্পতিবার (১৬ মার্চ) অনুষ্ঠিত ৭নং ফজলুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোথাও কোন প্রকার অপ্রতিকর ঘটনা ছাড়া সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শান্তিপূর্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনছার আলী মন্ডল (আনারস) প্রতিকে নিয়ে ৩৫৩৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল) প্রতিক নিয়ে ৩২৯৯ ভোট পান। অপর দিকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতিক নিয়ে আফছার উদ্দিন পেয়েছেন ১০১০ ভোট, স্বতন্ত্র প্রার্থী (চশমা) প্রতিক নিয়ে ১৯৬২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) প্রতিক নিয়ে ১৮২৬ ভোট।
তার বিজয়ের খবরে এলাকাজুড়ে আনন্দের জোয়ার বইছে। অনেকেই তাকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও একের পর এক বিজয় মিছিল বের হয়েছে তার বিজয়ের খবরে।
মোঃ রিপন মিয়া
ফুলছড়ি, গাইবান্ধা।