মোজাম্মেল হক লিটন: জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে দিবসটি পালন করেছে চাটখিল প্রেসক্লাব।
শুক্রবার (১৭ মার্চ) সকালে চাটখিল প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। এরপর সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে প্রেসক্লাবের সাথে সম্পৃক্ত সাংবাদিকবৃন্দ কেক কেটে দিবস উদযাপন করে।
চাটখিল প্রেস ক্লাবের আয়োজিত অনুষ্ঠান সমূহে উপস্থিত ছিলেন, দৈনিক নয়া বঙ্গবাজার পত্রিকার সম্পাদক মোহাম্মদ নুর আলম, চাটখিল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত, প্রেসক্লাবের অর্থ সম্পাদক জসিম মাহমুদ, সিনিয়র সদস্য প্রফেসার দীন মোহাম্মদ, প্রেস ক্লাবের সদস্য মনির হোসেন বিএসসি, রহমত উল্লাহ, সাঈদ মোঃ তুষার, চাটখিল প্রেসক্লাবে এর সদস্য ও দৈনিক নাগরিক ভাবনার চাটখিল নোয়াখালী প্রতিনিধি মোজাম্মেল হক লিটন, মোঃ রুবেল হোসেন, দৈনিক মানব কণ্ঠের চাটখিল প্রতিনিধি সাইফুল ইসলাম বাবর, দৈনিক, বিজয় বাংলাদেশ এর চাটখিল প্রতিনিধি আলমগীর হোসেন হিরো,দৈনিক ভোরের চেতনার চাটখিল প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াস।আলোচনা সভা ও কেক কাটার পর বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রফেসার দীন মোহাম্মদ।