
বান্দরবানেন লামা উপজেলার ১১৩১ জন শ্রমিক মজুরি না পেয়ে মানবেতর দিন কাটাচ্ছে। জানাগেছে, লামা উপজেলার ৭ ইউনিয়ে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে ১ হাজার ১ শত ৩১ জন নারী পুরুষ শ্রমিককেরা কাজ করেন। এ কাজের মধ্যেদিয় ৩৬ গ্রামীণ সড়ক সংস্কার-উন্নয়ন ও ১টি মাঠ ভরাট করা হয়েছে। ৪০ দিন কাজ করে শ্রমিকরা ২০ দিনের বেতন পায়। কাজ সমাপ্তি করে অনেক সময় পার হয়ে গেলেও এখনো পাইনি বাকি ২০ দিনের বেতন। শ্রমিকদের মজুরি যথা সময়ে দেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্টদের নানা অজুহাতের কারণে তাদের মজুরি দেওয়া হচ্ছে না। এ ব্যপারে লামা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, উপজেলায় ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের কাজ শুরু হয়ে শেষ করা হয়েছে। ৩৬ টি প্রকল্পের বিপরীতে ১ কোটি ৮১ লাখ ৬৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পে ৩৬ জন সর্দারসহ এক হাজার ১১৩১ জন শ্রমিক কাজ করছেন। এরমধ্যে পুরুষ ৫৯৬ ও নারী শ্রমিক ৫৩৫ জন। মজুরি পাচ্ছেন শ্রমিক জনপ্রতি ৪০০ টাকা এবং সর্দার ৪৫০ টাকা। বিভিন্ন ইউনিয়নের কয়েকজন শ্রমিক জানান, তারা অর্থ সংকটে রয়েছে। দ্রুত মজুরির টাকাগুলো পায়লে তারা উপকৃত হবে।প্রকল্প বাস্তবায়ন অফিস জানায়, “আরো প্রায় বিশ দিন আগে অধিদপ্তরে শ্রমিকদের বেতনের জন্য ডিমান্ড করা হয়েছে। কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন হতে একটু সময় লেগে যাচ্ছে। তবে আগামী কয়েকদিনের মধ্যে শ্রমিকরা তাদের প্রাপ্য পেয়ে যাবেন।”
জাহিদ হাসান, বান্দনবান প্রতিনিধি।
আরও নিউজ পড়ুন ...