কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ শিক্ষক পরিষদ (বিটিএ) ময়মনসিংহ জেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার সকালে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে বাংলাদেশ শিক্ষক পরিষদ (বিটিএ) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ চাঁন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিভিন্ন উপজেলার শিক্ষক প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সহ-সভাপতি শামসুন্নাহার বেগম, শিক্ষক প্রতিনিধি ইসমত আরা আশা, মাহবুবুল আলম লিখন, মোহাম্মদ আল-আমিন, আজিজুল হক, জাফর আহমেদ, শাহ মুহাম্মদ কাজিমুদ্দিন, মোহাম্মদ আলীসহ অনেকে । মানববন্ধন শেষে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করে নতুন বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ শিক্ষক পরিষদ বিটিএ ময়মনসিংহ জেলা শাখার নেতৃবৃন্দ।