কাউখালী (পিরোজপুর) প্রতিনিধঃ
কাউখালীতে স্কুল ছাত্রী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। লম্পট ধর্ষক রিছাদকে (২০) পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। জানাগেছে, উপজেলার কচুয়াকাঠী গ্রামের পিতা মাতা পরিত্যক্তা নানীর কাছে বেড়ে উঠা কিশোরী মেয়ে একই গ্রামের প্রতিবেশী ফোরকান হোসেনের ছেলে রিশাদ গত বৃহস্পতিবার ভোরে দ্বিতীয় দাফায় ধর্ষণের সময় মেয়েটি দস্তাদস্তি ও প্রতিবাদী হয়ে উঠলে বটি নিয়ে দাওয়া দেয় এ সময় ধর্ষক লম্পট রিশাদ পালিয়ে যায়। এর পূর্বে গত ২৭ ফেব্রুয়ারি প্রথম দফায় ঘরে একা পেয়ে কিশোরীকে ধর্ষণ করে হুমকী ধামকী ও মৃত্যুর ভয়ে দেখিয়ে কাউকে না জনাতে বাধ্য করেছিলো। মেয়েটি ভয়ে নানী ও মামাকে তখন আর বিষয়টি জানায়নি। গত মঙ্গলবার দ্বিতীয় দফায় ঘরে একা পেয়ে আবার ধর্ষণের চেষ্টা কালে জোর জবরদস্তি করার মেয়েটি ডাকচিৎকারে ধর্ষক রিশাদ পালিয়ে যায়। পরে বিষয়টি ভিকটিম তার মামা শাওনকে জানায়। বিষয়টি শাওন প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জনালে কোন প্রতিকার নাপেয়ে কাউখালী থানায় এজাহার দায়ের করে। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জাকারিয়া হোসেন জানান, ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।