জেষ্ঠ্য প্রতিবেদকঃ
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে পিরোজপুরে ৫১টি ট্রেডকর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ডিলারের মাধ্যমে বাজরের দ্রব্য মূল্যের উর্ধ্বমূখী দাম নিয়ন্ত্রনে রাখতে বৃহস্পতিবার থেকে নির্ধারিত ডিলারগন টিসিবির পন্যাদি বিতরন শুরু করেছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান পিরোজপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের অস্বচ্ছল ও অসহায় মানুষের মাঝে এসব পন্যাদি বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করেণ।
জেলা প্রশাসক গনমাধ্যম কর্মীদেরকে জানান, জেলার ৫১জন টিসিবির ডিলারের মাধ্যমে ৭১ হাজারেরও বেশী নি¤œ আয়ের সাধারন মানুষকে রমজানকে সামনে রেখে এসব পন্যাদি বিতরন করবে।
এসব পন্যাদির মধ্যে পৌরসভার প্রতিজন হলুদ কার্ডধারী গ্রাহক ৬০টাকা কেজি দরে ২কেজি চিনি, ৭০টাকা কেজি দরে ২কেজি ডাল, ১১০টাকা কেজি দরে ২লিটার ভোজ্য তৈল ও ৫০টাকা কেজি দরে ২কেজি ছোলাবুট বিক্রয় করছে। এর ফলে বাজারের উর্দ্বমূখী দ্রব্যমূল্যের দামে কিছুটা প্রভাব পড়বে বলে মনে করছেন জেলা প্রশাসক।