
কাউখালী প্রতিনিধিঃ
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই জায়গায় এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সমাজ সেবা অফিসার মোঃ মহসীন কবির,মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাৎ জাহান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি রেবেকা শাহজাদী চৈতি,সমাজ সেবক আব্দুল লতিফ খসরু,মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহীদা হক প্রমুখ।
আরও নিউজ পড়ুন ...