
এনামুল হক, কাউখালী অফিসঃ
কাউখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আবৃত্তি,চিত্রাঙ্কন প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাইদ মিয়া। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুস শহীদ,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন,কাউখালী থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ জাকারিয়া,সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, জাতীয় পার্টি( জেপি) সাধারণ সম্পাদক মঞ্জরুল মাহফুজ পায়েল প্রমুখ। এর আগে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা,আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুস শহীদ,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার,ইউপি চেয়ারম্যানগন,মুক্তিযোদ্বা সংসদসহ সরকারি কর্মকর্তা- কর্মচারি, রাজনৈতিক, সামাজিক সংগঠন। এছাড়াও উপজেলার সকল সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষন প্রদর্শন, আলোচনা সভা, চিত্রাঙ্কন, ছড়া-কবিতা আবৃত্তি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আরও নিউজ পড়ুন ...