জেষ্ঠ্য প্রতিবেদকঃ
পিরোজপুরে প্রবীণ-নবীন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রবীন জনগোষ্টীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর উদ্যোগে ও পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় সদর উপজেলার দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রবীন দল ৩-২ গোলে নবীন দলকে পরাজিত করে। খেলা শেষে উভয় দলের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়। প্রবীন জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচীর সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: নোমান মৃধা, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন রিক এর আঞ্চলিক সমন্বয়কারী মো: ফারুক রহমান। দুর্গাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রবীন জনগোষ্ঠীর মধ্যে এই পুরস্কার বিতরন করা হয়।