জেষ্ঠ্য প্রতিবেদকঃ
যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ. ম রেজাউল করিম এমপি। জেলা প্রমাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন, সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী, জয়েন্ট ডিরেক্টর এনএসআই আঃ কাদের, মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী, আক্তারুজ্জামান ফুলু, রেজাউল করিম মন্টু সিকদার ও সাংবাদিক শফিউল হক মিঠু, গোপাল বাসুসহ দুই জন শিক্ষার্থী।
এ উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, সিইও অফিস মোড় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তাবক অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ জাহিদুর রহমান এর নেতৃত্বে পুলিশ সুপার, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনসমূহের নেতাকর্মীরা এবং বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তারাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন।