জেষ্ঠ্য প্রতিবেদকঃপিরোজপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাকিব খান (১৭)নামের এক এস এস সি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ৫ মার্চ রোববার দুপুরে সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠী এলাকার মালেক খার পোল নামক স্থানে এ ঘটনাটি ঘটে। মৃত সাকিব ওই এলাকার বসুরডাঙ্গা গ্রামের মো:মিল্লাত খানের একমাত্র সন্তান এবং তেজদাসকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
টোনা ইউনিয়নের ৫নং তেজদাসকাঠী ইউপি মেম্বর মো: মনির মল্লিক “দৈনিক দক্ষিণের সেবাকে” জানান সাকিব ওই দিন দুপুরে মালেক খার পোল সংলগ্ন খালে (নাজিরপুর-শ্রীরামকাঠী) সড়কে গোসল করতে গিয়ে হঠাৎ পানিতে তলিয়ে যায়। এরপর স্থানীয়দের সহায়তায় প্রায় ত্রিশ মিনিট পর তার মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
পিরোজপুর সদর থানার ওসি আঃ জাঃ মোঃ মাসুদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।