হাসান মামুনঃ পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও ফ্যামিলিডে-২০২৩ সম্পন্ন হয়েছে। গতকাল ডিসি পার্কে বনভোজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মরিয়াম জাহানসহ অনেকে। দিনব্যাপী এ বনভোজনে নেতৃত্ব দেন প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ।
এসময় বনভোজনে অংশ নেওয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেণ তারা। দিনভর নানা আয়োজন ও আনন্দ উৎসব শেষে অতিথি ও সাংবাদিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সাংবাদিকরা এরকম বনভোজনের জন্য স্বাগতম জানান।