
কাউখালী প্রতিনিধিঃ ভোটার হব নিয়ম মেনে ভোট দিবো যোগ্যজনে এই প্রতিপাদ্যে পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে কাউখালী উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২মার্চ) উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার মোঃ দেলোয়ার হোসেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম গিয়াস উদ্দিন জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল মাহফুজ পায়েল প্রমুখ।
আরও নিউজ পড়ুন ...