
হাসান মামুন, স্বরূপকাঠী থেকে ফিরে:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, একটা সময় এদেশের নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় নারীদেরকে আলোকিত করার উদ্দেশ্যে প্রশাসন, শিক্ষাঙ্গন,পুলিশ বিভাগসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নারীদেরকে অগ্রাধিকার দিয়েছেন। মন্ত্রী বলেন, আপনারা শেখ হাসিনার সাথে থাকেন। নৌকা মার্কার সাথে থাকেন। যারা বলে ঘরের বাইরে যাওয়া যাবে না তাদের সাথে থাকা যাবে না। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা ও নৌকার সাথে থাকতে হবে। উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনার বিকল্প নাই।
জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ফলে এদেশে স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল, পায়রা সমুদ্র বন্দর, কর্ণফুলি ট্যানেলসহ বিভিন্ন মেঘা প্রকল্প আজ বাস্তবায়িত হয়েছে। মন্ত্রী বলেন, উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনার বিকল্প নাই। মানুষের কল্যাণে আত্মোৎসর্গ করাই সৃষ্টির সেরা জীবের কাজ, মানুষের কল্যাণে নিজের মেধা, সম্পদ ও শ্রমকে ব্যয় করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) উপজেলার সোহাগদল রজ্জব আলী বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
মন্ত্রী সোহাগদল শহীদ স্মৃতি বি,এম ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কলেজের নবনির্মিত আইসিটি ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সময় ছাত্রীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যানে মেধাকে কাজে লাগাবে। তোমাদের আদর্শ মানুষ হতে হবে। শিক্ষাবিহীন কোন জাতি সামনে এগোতে পারে না।
মন্ত্রী পরে, বিকেলে দৈহারী ইউনিয়নে আমির হোসেন প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব যোগদান করেণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম মুহিদ, এডভোকেট এসএম ফুয়াদ, সোহাগদল শহীদ স্মৃতি বি,এম ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম শামসুল হক, কলেজের অধ্যক্ষ এ কে এম সামসুর রহমান, সোহাগদল ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রশিদ, ও শাহ মোহাম্মদ নাসির উদ্দিন।
উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহাবুব উল্লাহ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. ইয়াছিন আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, ওসি জাফর আহম্মেদ, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগে আহবায়ক সিকদার চাঁন, গোপাল বসু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও নিউজ পড়ুন ...