জেষ্ঠ্য প্রতিবেদকঃ জন্মসূত্রে একটি পা হারানো এইচ এস সি পাশ মানছুরা আক্তারকে একটি কৃত্রিম পা বিতরণ করেণ পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃত্রিম পা বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, শারীরিক প্রতিবন্ধী মানছুরা আক্তার সদর উপজেলার রায়েরকাঠীর ওদনকাঠী গ্রামের আ: মালেক শিকদারের মেয়ে। তার ডান পা হাটুর নীচে থেকে নাই, তাকে আরও সহযোগীতার আশ্বাস প্রদান করেণ তিনি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমীনুল ইসলাম, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, সিনিয়র সাংবাদিক এম এ রব্বানী ফিরোজ ও হাসান মামুন সহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আগে পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছেন জেলা প্রশাসন।