
কাউখালী অফিসঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাউখালীতে রিডিং পড়ার দক্ষতা উন্নয়নে পড়া-লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।আন্তর্জাতিক দাতা সংস্থা -ইউএসএআইডি এর অর্থায়নে, উইন রক ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায়, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার ( কোডেক ) কর্তৃপক্ষের বাস্তবায়নে ” এসো শিখি” প্রকল্প আওতায় কাউখালী উপজেলার ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের রিডিং পড়ার দক্ষতা উন্নয়ন ও শিক্ষার্থীদের স্বাধীন পাঠক তৈরি ছাড়াও বিদ্যালয়ে কমিউনিটি সম্পৃক্ত করণ, এসএমসি, পিটিএ কমিটির সকল সদস্যদের সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগ কালীন সময়ে বিদ্যালয়ে পাঠদান অব্যাহত রাখার জন্য কাজ করছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৮শে ফেব্রুয়ারি) উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে পড়া-লেখা প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাকিম, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসো শিখি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলাম,কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক প্রমূখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও কোমল মতি শিক্ষার্থীরা। বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রথম পুরস্কার হিসেবে ওয়াটার পট,দ্বিতীয় পুরস্কার টিফিন বক্স, তৃতীয় পুরস্কার হিসেবে পেন্সিল বক্স দেওয়া হয়। এর আগে কুমিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমরাজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন ও এসময় ছাত্র অভিভাবক, সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও নিউজ পড়ুন ...