জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
সরকার বিরোধেী আন্দোলন করতে গিয়ে মামলার আসামী হয়ে কারাগারে থাকা নেতাদের মুক্তির দাবী করে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। রোববার দুপুর ১২ টায় পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। লিখিত বক্তব্য তিনি জানান, গত ২৪ ডিসেম্বর কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারাদেশে গুম, খুন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের আকাশচুম্বি মূল্যবৃদ্ধির প্রতিবাদে পিরোজপুর জেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের করে। এ বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের লোকজন দফায়-দফায় তাদের উপর হামলা চালায়। এ হামলায় বিএনপির প্রায় ৫০ জন নেতা-কর্মী আহত হয়ে। কিন্তু পুলিশ এ হামলার ঘটনায় উল্টো ৬৯ জন বিএনপির নেতা-কর্মীদের নামীয় আসামী করে একটি মামলা দায়ের করে। এ মামলায় বর্তমানে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সহ ৬ জন কারাগারে আছে। তাই এ মিথ্যা মামলায় কারাগারে যাওয়া নেতাদের মুক্তি দাবী করা হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আকন, সদস্য আব্দুস ছালাম বাতেন, শেখ শাহিদুল্লাহ শহীদ, শানু সরদার, একে সাকাওয়াত হোসেন, নাদের খান রাজু, শেখ হাসানুল কবির লীন ও মনিরুজ্জামান মনি সহ নেতৃবৃন্দ।