1. [email protected] : Nagorik Vabna : Nagorik Vabna
  2. [email protected] : Amrito Roy : Amrito Roy
  3. [email protected] : Borhan Uddin : Borhan Uddin
  4. firozhossen[email protected] : Rakib Uddin Bokul Bokul : Rakib Uddin Bokul Bokul
  5. [email protected] : Holy Siam : Holy Siam
  6. [email protected] : Mohaiminul Islam : Mohaiminul Islam
  7. [email protected] : Mozammel Haque : Mozammel Haque
  8. [email protected] : Naem Islam : Naem Islam
  9. [email protected] : Rifan Ahmed : Rifan Ahmed
রবিবার, ২৮ মে ২০২৩, ০৯:৫৪ অপরাহ্ন

বাগেরহাটে ২০ লাখ টাকার গ্যাস-সিলিন্ডারসহ ট্রাক উধাও

  • সর্বশেষ: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৪ বার পঠিত
জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
বাগেরহাটের ফকিরহাটের শিউলি পাম্প থেকে ৬৪৪ সিলিন্ডার গ্যাস ভর্তি ট্রাক উধাও হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে আর ট্রাকটি খুজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় ওই রাতেই ট্রাক মালিক মো. কামরুল ইসলাম ফকিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ ট্রাকটিকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে ফকিরহাট থানা পুলিশ। গ্যাসভর্তি সিলিন্ডারের মূল্য প্রায় ২০ লক্ষ টাকা দাবি গ্যাসের ডিলার জহিরুল ইসলাম শাওনের।
কার্গো ট্রাক অশোক লেল্যান্ড মডেলের নিখোঁজ ট্রাকটির নিবন্ধন নং খুলনা মেট্রো-ট-১১-১৯৫৩। ট্রাকের মালিক মো. কামরুল ইসলাম ফকিরহাট উপজেলার জয়পুর গ্রামের বাসিন্দা। ট্রাকের থাকা গ্যাসসহ সিলিন্ডারগুলো ব্রাহ্মণবাড়িয়া এলাকার গ্যাসের ডিলার ব্যবসায়ী জহিরুল ইসলাম শাওনের গোডাউনে যাওয়ার কথা ছিল।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, ১৯ ফেব্রুয়ারি রাতে ট্রাক চালক মো. আসাদ শেখ ও সহযোগী রবিউল ইসলাম মোংলার বেক্সিমকোর গ্যাস প্লান্ট থেকে গ্যাসভর্তি ৬৪৪টি সিলিন্ডার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেন। ওই রাতে ফকিরহাট উপজেলার শিউলি পাম্পে ট্রাকটি রেখে তারা পাশ্ববর্তী এলাকায় নিজের বাড়িতে চলে যায়। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যার আগমুহুর্ত থেকে আর ট্রাকটি পাওয়া যায়নি।
ট্রাক চালকের সহযোগি রবিউল ইসলাম বলেন, সর্বশেষ ২১ ফেব্রুয়ারিও আমি এসে ট্রাক দেখে গেছি। কিন্তু পরে আর ট্রাক পাইনি। শুনেছি দাউদকান্দি রয়েছে, আমরা সেখানে যাচ্ছি। ট্রাক চালক মো. আসাদ শেখ বলেন, দুই-তিন বছর ধরে মোংলা থেকে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় এভাবে গ্যাস নিয়ে যাই। কখনও এমন ঘটনা ঘটেনি। এবার কী হল জানি না।
এত টাকার পন্য বোঝাই ট্রাক এভাবে কেন ফেলে রাখলেন, এমন প্রশ্নের জবাবে চালকের সহযোগি রবিউল ইসলাম বলেন, শুধু আমরা না, পন্য বোঝাই ট্রাকসহ বিভিন্ন যানবাহন এভাবে পাম্পে রেখে যায় চালকরা। পরে আবার সময়মত এই যানবাহন নিয়ে যায়। এতে কোন সমস্যা হয় না।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুজ্জামান বলেন, ট্রাকটির সন্ধ্যান পাওয়া গেছে। দাউদকান্দি এলাকায় লোক পাঠানো হয়েছে। ট্রাকটি পাওয়া গেলে বোঝা যাবে গ্যাস সিলিন্ডারগুলো কী হয়েছে। ট্রাকটি পাওয়ার পরে প্রয়োজন অনুযায়ী আবারও অভিযান চালানো হবে।

ফেসবুকে শেয়ার করুন

আরও নিউজ পড়ুন ...