হাসান মামুনঃ পিরোজপুর জেলার টেলিযোগাযোগ সেবা ও সাইবার নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠীত হয়েছে। বৃহস্পতিবা বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনের চেয়ারম্যান ও সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার। জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, সাইবার নিরাপত্তার বিষয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কর্তৃপক্ষ সকল বেসরকারি ফোন কোম্পানিগুলোকে সতর্কসহ বেসরকারি কোম্পানিগুলো গ্রাহকের সেবা নিশ্চিত এবং সেবার মনোভাব নিয়ে কাজ করার পরামর্শ দেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার, জেলার সকল বেসরকারি ফোন কোম্পানির স্বস্ব কর্তৃপক্ষসহ প্রশাসনের কর্মকর্তা, গনমাধ্যম কর্মী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সভায় তাদের মতামত তুলে ধরেন।