জ্যেষ্ঠ প্রতিবেদকঃ পিরোজপুরে এক মুক্তিযোদ্ধা ও তার ছেলেকে বেধড়ক মারপিট করে জখম করেছে দুবৃর্তরা। বুধবার বেলা ১টার সময় পৌর এলাকার কুমারখালীর পুলিশ লাইন সড়কের আনসার ক্যাম্পের সামনে এঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। আহত জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু ও তার ছেলে অপূর্ব কুমার দাস।
হাসপাতালে চিকিৎসাধীন সমীর কুমার দাস বাচ্চু ও তার ছেলে অপূর্ব কুমার দাস জানান, আমরা টোনায় একটি বিবাহ অনুষ্ঠান হইতে মোটরসাইকেল যোগে বাসাবাড়ি মাছিমপুরে যাচ্ছিলাম। পথিমধ্যে কুমারখালী পুলিশ ল্ইানস সড়কের আনসার ক্যাম্পের পাশের্^ সরকারী রাস্তার উপরে পৌঁছানো মাত্র সান্তানু সাহা সহ ওই দুর্বৃত্তগন পূর্ব হইতে ওৎ পাতিয়া থাকা অবস্থায় রাস্তার উপর আসিয়া রাম দাও, চাইনিজ কুঠার, হকিস্টিক, লাঠি দিয়া আমাদের মটোর সাইকেলের পথ রোধ করে। আমার ছেলে তাদেরকে দেখিয়া রাস্তার উপর মোটর সাইকেল থামাইলে আমার নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তখন আমি ও আমার ছেলে প্রতিবাদ করিলে তাহারা হকিস্টিক, লাঠি দিয়া এলোপাতারী মার ধর শুরু করে। আমাকে এলোপাতারী শরীরের বিভিন্ন স্থানে পিটাইলে, আমার বুকে, পিঠে, হাতে ও বাহুতে, চোখের পাশের্^ মাথায় ফুলা জখম করে। এই সময় আমার ছেলে আমাকে রক্ষা করিতে এগিয়ে আসিলে আমার ছেলেকে লাঠি এবং হকিস্টিক দিয়ে এলোপাতারী মারধর করে। আমার ছেলের শরীরে বিভিন্ন স্থানে মুখ-মন্ডলে, মাথার সন্মুখ অংশে, পিঠে ফুলা জখম করে। তারা জানান, দুর্দান্ত সন্ত্রাসী, চাঁদাবাজ পরসম্পদ লোভী, বেজাহানী প্রকৃতির একদলীয় লোক তারা। তাহারা আমাদেরকে মৃত্যুর ভয়-ভীতি দেখিয়ে ভীতি প্রদর্শন করে ভীতির তলে রাখিয়া আমার সাথে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আমার ছেলের সাথে থাকা ঠিকাদারী ব্যবসার কাজে ব্যবহার যোগ্য ৭০ হাজার টাকা, গলায় থাকা স্বর্নের চেইন ও একটি স্যামসাং এ-৩০ মোবাইল ছিনিয়ে নিয়া যায়। আমাদের সাথে থাকা হিরো হোন্ডা হাংক মটরসাইকেলটিও ছিনিয়ে নিয়েনেয়। ঘটনা চলাকালে আমাদের ডাক চিৎকারে স্থানীয় কতক লোকজন এগিয়ে আসে এবং আমাদের ঘটনাস্থল হইতে উদ্ধার করিয়া পিরোজপুর সদর হাসপাতালে নিয়া আসে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ জাঃ মাসুদুজ্জামান বলেন, মারপিটের ঘটনার পর আহত মুক্তিযোদ্দা সমীর কুমার দাস বাচ্চু শান্তনু সাহার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো তিন চারজনের বিরুদ্দে একটি লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।