মশিউর রহমান রাহাত, জ্যেষ্ঠ প্রতিবেদকঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চালিতাবুনিয়া গ্রামে মঙ্গলবার দিনগত রতে রাতে মাহফিল থেকে বাড়ি ফেরার পথে আমিরুল ইসলাম নামে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাতেই সন্দেহজনক ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো চালিতাবুনিয়া পঞ্চাইতবাড়ির মোহাম্মদ তোফাজ্জল হওলাদারের ছেলে মোহাম্মদ হায়দার আলী হাওলাদার (৫০) তার ছেলে কলেজ ছাত্র মোহাম্মদ তাহসিন আরবী (১৮), মোহাম্মদ মাহবুব হাওলাদার ছেলে কলেজ ছাত্র মোহাম্মদ মিরাজ মাহমুদ (১৭) ও মোহাম্মদ ইউনুচের ছেলে মোহাম্মদ হোসাইন (১৭)। নিহত আমিরুল ওই গ্রামের মো. মোকছেদ আলী হওলাদারের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করেছে ।
জানাগেছে, আমিরুল ইসলাম মঙ্গলবার রাতে চালিতাবুনিয়া ছালেহিয়া হামিদিয়া দ্বীনিয়া ও হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে অংশগ্রহণ করে। মাহাফিলে ওয়াজ শোনার পর রাত ২টার দিকে বাড়ি ফেরার পথে দেলোয়ার হোসেনের বাড়ির সামনে পৌছলে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে উপুর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে আসার পরপরই আমিরুলের মৃত্যু হয়। নিহতের বড় ভাই অলিউল ইসলাম খোকন জানান, আমিরুল ইসলাম ৭/৮ বছর পূর্বে প্রবাস জীবন শেষে গরুর ব্যবসা করে আসছিলো। চালিতাবুনিয়া গ্রামের হায়দার পঞ্চায়েতের ছেলে তাহসিন আরবীর সাথে আমিরুলের স্থানীয় বিষয় নিয়ে বিরোধ ছিলো।
থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, আমিরুল ইসলাম একজন মৌসুমী গরু ব্যাবসয়ী। ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। সন্দেহ জনক ৪ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। হত্যা কান্ডের কারন উদঘাটনে তদন্ত চলছে।