হাসান মামুনঃ পিরোজপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে এই সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান প্রধান অতিথি থেকে মূল বক্তব্য উপস্থাপন করেণ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে অন্যান্যের মধ্যে জেলা তথ্য অফিসের উপ-পরিচালক ভারপ্রাপ্ত লেলিন বালা, সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট মাহমুদ হোসেন, সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী, সিনিয়র সাংবাদিক এস এম পারভেজ ও হাসান মামুনসহ সহকারী তথ্য অফিসার মো. গোলাম মোস্তফাসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। এতে আইটি বিশেষজ্ঞ, বিভিন্ন কলেজ ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে একটি ডকুমেন্টারি/ভিডিও চিত্র প্রদর্শিত হয়। বক্তারা এসময় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবার জন্য টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা নিশ্চিত করতে হবে বলে মত দিয়েছেন আলোচকরা।