হাসান মামুনঃ কৃষক, কৃষি উদ্যোক্তা, ছাত্র-ছাত্রী এবং সাধারণ জনগণকে আধুনিক কৃষি যন্ত্রপাতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে জেলা কৃষি ঋণ মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। জেলা প্রশাসনের আয়োজনে জেলায় কর্মরত বিভিন্ন তফসিলী ও বিশেষায়িত ব্যাংকের বাস্তবায়নে এ মেলায় ১৪টি ষ্টল দেয়া হয় এবং প্রতিটি ষ্টল থেকে ব্যাংকিং সেবার বিভিন্ন দিক কৃষকদের অবহিত করা হয়। ব্যাংকিং খাতের সকল সেবা এবং কৃষিঋণ কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কৃষিঋণ মেলার আয়োজন করা হয়। এ মেলায় তাৎক্ষনিকভাবে ১৫৯ জন ঋণ আবেদনকারীর মাঝে ৩ কোটি ২৭ লক্ষ ৮৭ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. ইয়াসিন আলী, উপপরিচালক স্থানীয় সরকার ও সরকারের উপসচিব মোঃ হুমায়ুন কবীর, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, প্যানেল মেয়র মোঃ আব্দুল হাই অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব ধরনের কৃষির উৎপাদন বৃদ্ধিতে নিরলস কাজ করে যাচ্ছেন। এ কারণেই তার সরকারকে বলা হয় কৃষিবান্ধব সরকার। ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের দোরগোড়ায় কৃষি উপকরণ, আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং সহজশর্তে কৃষিঋণ পৌছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে। মেলায় সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, কৃষি ব্যাংক, পূবালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক সহ জেলায় কর্মরত সকল ব্যাংকের পক্ষথেকে পৃথক পৃথক ষ্টল দেয়া হয়। এসব ষ্টলে কৃষকদের উপচেপড়া ভীড় পরিলক্ষিত হয়। জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর আহŸানে সাড়া দিয়ে এক ইঞ্চি জমিও যাতে পতিত না থাকে তার ব্যবস্থা গ্রহণের জন্য কৃষকদের প্রতি আহবান জানান।