ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পন করেছেন। রোববার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবের নব-নির্বাচত সভাপতি শফিউল হক মিঠু ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের নেতৃত্বে পিরোজপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দ জাতির জনক ব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার বেদীতে পুষ্পস্তবক অর্পন করে। পরে মাজার জিয়ারত শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় পিরোজপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন হাসান মামুন, ইমাম হোসেন মাসুদ, মো: হাসিবুল ইসলাম হাসান, দিপঙ্কর মাতা মিন্টুসহ নেতৃবৃন্দ।