সেবা ডেস্ক : পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে শনিবার সকাল দশটায় সদর উপজেলার কলাখালী ইউনিয়ন থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হয়। জেলা এনপির আহবায়ক আলমগীর হোসেনের নেতৃত্বে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, শেখ শহিদুল্লাহ শহিদ, শেখ রিয়াজ উদ্দিন রানা, সরওয়ার হোসেন হাওলাদার, জাহিদুল ইসলাম প্রমূখ। জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন বলেন, জেলার ৫২ ইউনিয়ন থেকে এই পদযাত্রা একযোগে শুরু হয়। আওয়ামীলীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের নিরস্ত্র আন্দোলন চলবে।