মাজহারুল ইসলাম বাদল,নরসিংদী জেলা প্রতিনিধি: শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। মহান মুক্তিযুদ্ধে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বুকের রক্ত ঢেলে এদেশ স্বাধীন করেছেন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে জাতিধর্মবর্ণ নির্বিশেষ সবাই সমান অধিকার নিয়েই বসবাস করছেন। তাই এদেশের কল্যাণে আমরা সকলে একসঙ্গে কাজ করে যেতে চাই।
তিনি গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) চালাকচর মোদক বাড়ি গোপাল জিউর আখড়া ধামে নবগঠিত শ্রী গুরুদেব মন্দির শ্রী শ্রী কালীমাতা মন্দির শ্রী শ্রী শিব মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠাতা ও শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য একে এম জহিরুল হক জহির, ইসরাত জাহান তামান্না, মনোহরদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজ সুলতানা রুবি, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস, চালাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল মান্নান মুক্তু , মনোহরদী পৌর কাউন্সিলর মাসুদ রানা, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি শ্যামল মিত্র, শ্রী শ্রী গোপাল জিউর আখড়া ধাম এর সাধারণ সম্পাদক অশি^নী চন্দ্র মোদক , চালাকচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধার সম্পাদক নিখিল মোদক সহ বিভিন্ন মন্দিরের কমিটি নেতৃবৃন্দ ও এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।