আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় দড়িচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষক ও সাংবাদিক মো.আইয়ুব আলীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. ওয়াছেক মিয়া,সদস্য ইসমাইল মিয়া মেম্বার,সদস্য দানিছুর রহমান (দানিছ), সহকারী শিক্ষক মরিয়ম বেগম,মনিরা বেগম ও সাবিকুন নাহার প্রধান প্রমুখ।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ৬৬ টি পুরস্কার বিতরণ করা হয়।