মোঃ লতিফুল ইসলাম (ফুল) বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার কৃষকেরা ইরি-বোর ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন।
জমিতে হাল চাষ,সেচ,জৈব ও রাসায়নিক সার প্রয়োগ,চারা বীজ উঠানো ও প্রস্তুতকৃত জমিতে বোরো চারা রোপনে এক রকম প্রতিযোগিতায় নেমেছেন কৃষকেরা।
উপজেলার কৃষি কর্মকর্তা নয়ন কুমার শাহা জানান,২০২২/২৩ চলতি ইরি-বোরো মৌসুমে মোট ৮ হাজার ৫৩০হেক্টর জমিতে ইরি-বোরো ধান আবাদের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। গত মৌসুমে আবাদ ছিল ৮ হাজার ৫২০হেক্টর জমিতে।
চলতি রবি মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪ হাজার ৬৯০ জন কৃষক। উফসী জাতের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার কৃষি প্রণোদনার অংশ হিসেবে প্রদান করেন।
এছাড়াও ৪ হাজার ৬৯০ জন কৃষককে উন্নতজাতের বিঘা প্রতি ২ কেজি ধানের বীজ প্রদান করেন।
বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা সরজমিনে ঘুরে দেখা যায়, মাঘের প্রচন্ড শীতে আর তীব্র ঠান্ডাকে উপেক্ষা করে ইরি-বোরো ধান আবাদের জমি প্রস্তুতকরণ কাজ করছেন কৃষকেরা।
জমিতে জৈব (গোবর) সার প্রয়োগ, জমি সমান করা, জমিতে চাষ করা,পানি সেচ দেয়া, সহ ইরি-বোরো চারা রোপনের জন্য উপযোগি করতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
কৃষি শ্রমিকরা বিঘা প্রতি ১ হাজার থেকে ১৫ শত টাকা চুক্তিতে ইরি-বোরো চারা রোপন করছেন।
উপজেলার কৃষি কর্মকর্তা নয়ন কুমার শাহা বলেন ইরি-বোরো ধান চাষে কৃষকদের সঠিক পরামর্শ দিতে উপ-সহকারি কৃষি কর্মকর্তাগন সার্বক্ষণিক মাঠ পর্যায়ে কাজ করছেন বলে জানান।
চলতি মৌসুমে ইরি-বোরো ধান চাষের লক্ষমাত্রা ছাড়িয়েও যেতে পারে বলে আশা করছেন উপজেলার কৃষি কর্মকর্তা।