মাজহারুল ইসলাম বাদল, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, সম্বন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডা. মোঃ জাহিদ হোসেন পনির।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মাসুম, শোয়েব আহম্মেদ মাসুদ প্রমুখ।