পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত কল্যাণ অনুদান ও করোনাকালীন মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক সাংবাদিকদের বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে এ সব চেক সাংবাদিকদের হাতে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) মোঃ হুমায়ূন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাধবী রায়, সহকারী কমিশনার মোঃ তৌহিদ আনোয়ার উপস্থিত ছিলেন।