মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় মারিয়া আক্তার তন্বী (১৫) নামে দশম শ্রেণির ছাত্রীকে হত্যা মামলার প্রধান আসামি মিনহাজুল রহমান রাব্বি (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ডিবি পুলিশ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বগুড়া জেলার শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মিনহাজুল রহমান রাব্বি মঠবাড়িয়া পৌর শহরের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা অবসর প্রাপ্ত শিক্ষক মুজিবুর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানাগেছে, উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের দুবাই প্রবাসি হাবিবুর রহমানের মেয়ে এবং কেএম লতীফ ইনষ্টিটিউশনের দশম শ্রেণির ছাত্রী তন্বীকে গত তিন মাস আগে প্রেমের সূত্র ধরে পরিবারের অমতে পালিয়ে রাব্বি বিয়ে করে। পরে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তন্বীর লাশ উদ্ধার করে থানা পুলিশ।
এ ঘটনায় নিহতের ভাই মেহেদী হাসান বাদি হয়ে ২৪ জানুয়ারি সকালে ৪ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরই পুলিশ নিহতের শ্বশুর মুজিবুর রহমান, শাশুড়ী শিরিন বেগম, ননদ মাকসুদা আক্তারকে গ্রেপ্তার করে। ঘটনার পর থেকে তন্বীর স্বামী মিনহাজুল রহমান রাব্বি পলাতক ছিল।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, গ্রেপ্তারকৃত রাব্বিকে ৭ দিনের রিমান্ড আবেদন করে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।