ফুয়াদ হাসান রঞ্জু, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সুনামগঞ্জের সাল্লায় ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা ও ভাঙচুরকারীদের শাস্তির দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) সকালে সুজন – সুশাসনের জন্য নাগরিক ও উপজেলা সর্বজনীন পূজা উদযাপন কমিটি ভূঞাপুর উপজেলা শাখার আয়োজনে ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুজন-সুশাসনের জন্য নাগরিক ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি মির্জা মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন খান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মিজানুর রহমান, সর্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ ঘোষসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা ও ভাঙচুরের ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান।