গাইবান্ধা প্রতিনিধি: ‘মুজিববর্ষের অঙ্গীকার, সাহিত্য হোক হৃদয়ের অলঙ্কার’ এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাটে ২৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত তিনদিনব্যাপী বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিমল সরকার সাহিত্য পরিষদ এই বইমেলা ও অনুষ্ঠানের আয়োজন করেছে। বইমেলায় ১৪টি স্টল স্থান পাবে। এরমধ্যে একটি স্টলে শুধু বিমল সরকারের বই স্থান পাবে।
মেলা মঞ্চে প্রতিদিন আলোচনা, কবিতা আবৃত্তি, কবিতা পাঠ, লোকগান ও ছড়াগান, নাটিকা, দেশের গান, নৃত্য ও লোকসংগীত পরিবেশিত হবে। এছাড়াও মেলা প্রাঙ্গণে বিমল সরকারের ৫ম ও ৬ষ্ঠ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। বুধবার গাইবান্ধা প্রেসক্লাবে বিমল সরকার সাহিত্য পরিষদের আয়োজক কমিটির পক্ষ থেকে মামুন উর রশিদ রাসেল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, তুলসীঘাটে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ২৭ মার্চ বিকাল ৩টায় তিনদিনব্যাপী বই মেলা শুরু হবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান। বিশেষ অতিথি থাকবেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সগীর আনোয়ার, কবি সরোজ দেব। অনুষ্ঠানে বিমল সরকারের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করবেন বিশিষ্ট সাহিত্যিক-কবি গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু। এছাড়া বইমেলা উপলক্ষে জেলার গুণী কবি-সাহিত্যিকদের সম্মাননা প্রদান করা হবে।
মেলার দ্বিতীয়দিনে তুলসীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনছুর আলীর সরকারের সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি থাকবেন অধ্যাপক জহুরুল কাইয়ুম ও বিশেষ অতিথি থাকবেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান রাজা এবং তৃতীয় দিনে তুলসীঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয়ের কুমুদরঞ্জন পালের সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি থাকবেন কবি সরোজ দেব ও বিশেষ অতিথি থাকবেন অধ্যাপক সমীর কুমার সরকার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিমল সরকার সাহিত্য পরিষদের যুগ্ম আহবায়ক শাহ মো. আবু আউয়াল রিজু, যুগ্ম সদস্য সচিব মো. শামীম সরকার, সদস্য সচিব শিমুল কর সদস্য মো. হযরত বেলাল, নয়ন রায়, আরমান হাসান নাহিদ, মো. জাহিদ হাসান, মো. তাহের হাসান তুহিন, রাদিয়া তামান্না, কনক সরকার প্রমুখ।