আবদুল্লাহ আল নোমান, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ইলেকট্রিশিয়ান ভাই ভাই একসাথে এক মঞ্চে থাকতে চাই এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল শান্তা কমিউনিটি সেন্টারে শনিবার (২০ মার্চ) দুপুর ২ টায় বাংলাদেশ ইলেক্ট্রিশিয়ান ফেডারেশন উপজেলা শাখার আয়োজনে এক মতবিনিময়, আলোচনা সভা ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এসময় উপজেলা কমিটির সিনিয়র সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্তিত ছিলেন, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইলেক্ট্রিশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম এ আরিফুর রহমান, এনামুল হক খান সিনিয়র সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি,জামাল হায়দার সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি, নজরুল ইসলাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, লিয়াকত হোসেন সাংগঠনিক সম্পাদক ও বেলাল হোসেন বাবু সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি ঢাকা।
আরোও উপস্থিত ছিলেন,রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার,সাবেক সভাপতি মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব, বেসরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন -১৯ এর রাণীশংকৈল উপজেলা শাখার সভাপতি রমজান আলী সহ স্থানীয় ইলেক্ট্রটিশিয়ান গণ।
অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম এ আরিফুর রহমান এসময় রানীশংকৈল উপজেলা শাখা নতুন কমিটিতে জাহাঙ্গীর আলম সুমন কে সভাপতি,আসরাফ আলী কে সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন জীবন কে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। পরে কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সকল সদস্যদের শপথবাক্য পাঠ করান।