পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শাল্লা উপজেলার সোনাগাঁও গ্রামে ভাংচুর ও লুটপাট ও হামলার প্রতিবাদে শহরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের টাউন কাব থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদণি শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শফিউল হকধ মিঠু, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শিকদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক শেখ হাসান মামুন, স্বেচ্ছাসেবক লীগের নেতা কলেজের সাবেক জিএস রাসেল শিকদার, মো: জুয়েল ও বাদল প্রমুখ। সভায় সোনারগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়রে উপর হামলা ভাঙচুর লুটপাট প্রতিবাদের জানিয়ে অবিলম্বে জড়িত দের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।