কাউখালী( পিরোজপুর) প্রতিনিধিঃ কাউখালীতে মাস্ক ব্যবহার না করায় ২৬ জন এবং হালনাগাদ মূল্য তালিকা না থাকায় একটি দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শুক্রবার সকালে সাপ্তাহিক হাটের দিনে দক্ষিণ বাজার সংক্রমণ রোগ কভিড ১৯ মোকাবেলায় সকলকে সচেতন করা ও মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ খালেদা খাতুন রেখা, তাকে সহযোগিতা করেন কাউখালী থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা এসময় তিনি স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক ব্যবহার না করার অভিযোগে ২৬ জন পথচারী কে ১ হাজার ৬ শত ৭০ টাকা জরিমানা করে একটি করে মাস্ক বিতরণ করেন এবং দক্ষিণ বাজার সরল কুন্ডু মুদির দোকানে হালনাগাদ মূল্য তালিকা না থাকার অভিযোগে ভোক্তা অধিকার আইনে ১ হাজার টাকা জরিমানা করেন।
সংক্রমণ রোগ করোনা তৃতীয় বারের মত পুনরায় বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষকে সচেতন করে উপজেলা নির্বাহী অফিসার সকলের উদ্দেশ্যে বলেন হঠাৎ করে করোণায় মৃত্যু এবং সনাক্তকরণ বৃদ্ধি পাওয়ায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ও মাক্স ব্যবহার করতে হবে। নিজে সচেতন হতে হবে এবং অপর কেও সচেতন করতে হবে। কাউকে হয়রানি বা জরিমানা করা উদ্দেশ্য নয়, সরকার সকলের নিরাপত্তার জন্য মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করার নির্দেশ প্রদান করেছে ঘরের বাহিরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।