আল আমিন, শিবগঞ্জ প্রতিনিধিঃ আজ বুধবার সকাল ৯.০০ ঘটিকা থেকে ইউনিসেফের অর্থায়নে এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এ আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষ্যে র্যালী ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে এসিডি এরিয়া অফিস থেকে প্রথমে র্যালী শুরু হয়ে বিনোদপুর কলেজ চত্তরে শেষ হয়। তার পড়ে, বালিশ খেলা, হাড়ি ভাঙ্গা, সুই-সুতা, হাঁস ধরা ও বঙ্গবন্ধুর জীবন কাহিনী নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অতিথির আলোচনা সভায় মোঃ তরিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, বিনোদপুর কলেজ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ বলেন যে, শিশুরা আগামী দিনের ভবিষ্যত তাদের এগিয়ে নিতে হবে।
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়। প্রথমে দিনটিতে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয় না ।
প্রথমে দিনটিতে সাধারণ ছুটি ঘোষণা না করলেও পরবর্তীতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন এসিডি প্রোগ্রাম অফিসার মোঃ হুমায়ুন কবির, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি এবং বিনোদপুর ও শ্যামপুর ইউনিয়নের কিশোর কিশোরী ফোরামের সদস্যবৃন্দ ও সাধারণ জনগ