শেখ সাহেদ মিয়া, মৌলভীবাজার প্রতিনিধি: জেলা প্রশাসন, মৌলভীবাজার এর আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে বারো দিন (১৭ থেকে ২৮ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ) ব্যাপী ‘স্বাধীনতা উৎসব’ এর শুভ উদ্বোধন।
১৭ মার্চ (বুধবার) ২০২১ খ্রিস্টাব্দ জেলা প্রশাসন, মৌলভীবাজার এর আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বারো দিন (১৭ থেকে ২৮ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ) ব্যাপী ‘স্বাধীনতা উৎসব’ এর শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার – ০৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি।
এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনেত সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধিগণ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, ও অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।