রবিউল ইসলাম,বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় সরকারি খরচে আইনগত সহায়তা ও পরামর্শ বিষয়ক লিগ্যাল এইডের সচেতন মূলক জারি গান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) বিকেল পাঁচটার সময় উপজেলার তেঁথুলিয়া বাজারের সবজি বাজারে এ জারি গান অনুষ্ঠিত হয়। ইনক্রিজিং একসেস টু জাস্টিস ইন বাংলাদেশ (আই,এ,জে) প্রকল্পের আয়োজনে উক্ত জারি গান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রকল্প ম্যানেজার মিজানুর রহমান, লিগ্যাল এইড কুমিল্লা’র ফিল্ড অফিসার রানা আহমেদ ও শারমিন সুলতানা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন,বাউসা ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মাজেদা বেগম, ৯ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলী এবং গ্রাম পুলিশ হাসমত আলী সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
ফিল্ড অফিসার শারমিন সুলতানা বলেন, লিগ্যাল এইড এর এ সেবা গ্রহন করতে জনগনকে উদ্বুদ্ধ ও সচেতন করতে এ অনুষ্ঠান প্রতিটি উপজেলায় চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রথম বারের মত বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের তেঁথুলিয়া বাজারে আজ অনুষ্ঠিত হলো। তবে প্রতিটি উপজেলায় ২টি ইউনিয়নে এ সচেতনতা মূলক অনুষ্ঠান হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে জারিগান পরিবেশন করেন,পুঠিয়া উপজেলার পাঁচবাড়িয়ার ডাঃ সদর উদ্দিন সাংস্কৃতিক বিদ্যালয় ও নাটোর নলডাঙ্গা রামশার কাজিপুরের বটবৃক্ষ সাংস্কৃতিক সংঘের শিল্পী বৃন্দ।